ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

কাজী জাফর জনগণের অধিকার আদায়ে কাজ করেছেন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, আগস্ট ২৭, ২০১৫
কাজী জাফর জনগণের অধিকার আদায়ে কাজ করেছেন

ঢাকা: কাজী জাফর আহমদ মৃত্যুর আগ পর্যন্ত জনগণের অধিকার আদায়ে কাজ করে গেছেন বলে মন্তব্য খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।



নেতারা কাজী জাফরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, কাজী জাফর আহমদের মৃত্যুতে বাংলাদেশের জনগণ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালো। তিনি মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশে থেকে অধিকার আদায়ের জন্য আন্দোলন ও রাজনীতি করে গেছেন। বাংলাদেশের রাজনীতিতে তার অভাব পূরণ হবার নয় বলেও মত তাদের।

শোক বার্তায় নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রবীণ রাজনীতিক কাজী জাফর আহমদ বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড-৬৮, বাসা-২) হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৭টায় মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।