ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

শওকত মাহমুদের ১ দিনের রিমান্ড মঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, আগস্ট ২৭, ২০১৫
শওকত মাহমুদের ১ দিনের রিমান্ড মঞ্জুর শওকত মাহমুদ

ঢাকা: লালবাগ থানায় দায়ের হওয়া নাশকতার একটি মামলায় পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুই দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বিএফইউজে’র একাংশের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমআই/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।