ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, আগস্ট ২৭, ২০১৫
গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুর শহরের রাজবাড়ি রোডে মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদল কাজী আজিম উদ্দিন কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে শহরের রাজবাড়ি রোডে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ি রোড দিয়ে শিববাড়ির দিকে যেতে চাইলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ ধাওয়া করে  ইমরান হোসেন নামে এক ছাত্রদল কর্মীকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগষ্ট ২৭, ২০১৫
বিএস
** তারেকসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।