ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

তারেকের বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে তিনদিন বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, আগস্ট ২৫, ২০১৫
তারেকের বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে তিনদিন বিক্ষোভ

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক দল আলাদা আলাদা কর্মসূচি ঘোষণা করেছে।
 
গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অর্থযোগানদাতা হিসেবে সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার (২৫ আগস্ট) গাজীপুরের একটি আদালতে তারেক রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।


 
এর পরপর জাতীয়তাবাদী যুবদল বুধবার (২৬ আগস্ট) সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
 
যুবদলের কর্মসূচির সঙ্গে সমন্বয় করে জাতীয়তাবাদী ছাত্রদল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।
 
একদিন বিরতি দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী শনিবার (২৯ আগস্ট) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এজেড/আইএ

** তারেকসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।