ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

রাজনীতি

শিবির থাকায় সভা বর্জন করল ৩ বাম সংগঠন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, আগস্ট ১০, ২০২৫
শিবির থাকায় সভা বর্জন করল ৩ বাম সংগঠন

ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভায় ইসলামী ছাত্রশিবিরকে রাখায় ওয়াকআউট করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একটি অংশ এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।

রোববার (১০ আগস্ট) বিকেলে ‘বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি থাকবে কিনা’ এ নিয়ে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বৈঠকে ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের সঙ্গে ছাত্র শিবিরের নেতারা উপস্থিত থাকায় এসব সংগঠন সভা থেকে ওয়াকআউট করে।

পরে ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ; সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভার শুরুতে আমরা ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। জবাবে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সকল ছাত্র সংগঠনের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা প্রদান করেছেন। ’

তারা আরও বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র শিবিরকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছেন ঢাবি উপাচার্য, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানকে কলঙ্কিত করেছে। আমরা ঢাবি উপাচার্যের বক্তব্যের নিন্দা জানিয়ে এবং গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমাদের অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করে সভা বয়কট করেছি। মুক্তিযুদ্ধকে ধারণকারী ছাত্র সংগঠন হিসেবে যুদ্ধাপরাধী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে আমরা কোনোভাবেই আপস করতে পারি না। ’

এফএইচ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।