ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

দুর্নীতি মামলায় মওদুদের বিরুদ্ধে চার্জ শুনানি পিছিয়ে ৫ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, আগস্ট ২৫, ২০১৫
দুর্নীতি মামলায় মওদুদের বিরুদ্ধে চার্জ শুনানি পিছিয়ে ৫ অক্টোবর ব্যারিস্টার মওদুদ আহমদ

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে জন্য আগামী ৫ অক্টোবর পুনর্নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) মামলার চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল।

কিন্তু এ মামলা সংক্রান্ত সম্প্রতি দেওয়া হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি না আসায় সময়ের আবেদন জানানো হয়। মওদুদও আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।

শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইসরাইল হোসেন আগামী ৫ অক্টোবর চার্জ শুনানির দিন পুনর্নির্ধারণ করেন। মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে মওদুদের করা আবেদনের শুনানিও একইদিন অনুষ্ঠিত হবে।

মামলায় বলা হয়, ২০০৭ সালের ৩ জুলাই মওদুদকে তার নিজের, স্ত্রীর ও পোষ্যদের নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ ও তার উৎস জানাতে নির্দেশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।   ওই বছরের ২৩ জুলাই কারাগার থেকে সম্পদের হিসাব বিবরনী দাখিল করেন মওদুদ।

মামলায় অভিযোগ করা হয়, সম্পদের হিসাব বিবরণীতে মওদুদ জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন ৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।  

এ অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের উপ সহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে মওদুদ আহমেদের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।