ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

আজমিরীগঞ্জে ছেলেসহ জামায়াতনেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২২, আগস্ট ২৪, ২০১৫
আজমিরীগঞ্জে ছেলেসহ জামায়াতনেতা গ্রেফতার হাবিবুর রহমান

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির হাবিবুর রহমান (৭০) ও তার ছেলে সাইদুর রহমানকে (৩০) নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলা বাজারে হাবিবুর রহমানের মালিকানাধীন ‘হাবিব স্টোর’ থেকে থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার বাবা-ছেলে আজমিরীগঞ্জ পৌরসভার সমীপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান ২০১৪ সালের ১৭ জানুয়ারি নরসিংদী জেলা সদরের হানিফ মিয়ার মেয়ে সুমাইয়া ইয়াসমিনকে (২২) বিয়ে করেন।

বিয়ের ৬ মাস পরই ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়াকে বাবার বাড়ি পাঠিয়ে দেন সাইদুর রহমান।

এ ঘটনায় ২০১৫ সালের ২৮ জুলাই সুমাইয়া ইয়াসমিন বাদী হয়ে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামায়াত নেতা হাবিবুর রহমান, তার স্ত্রী হনুফা বেগম ও ছেলে সাইদুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই মামলার পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরসহ পুলিশ সদস্যরা হাবিবুর রহমান ও তার ছেলে সাইদুর রহমানকে গ্রেফতার করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী বাংলানিউজকে ওই দু’জনের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।