ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

জন্মদিনের কেক না কাটায় খালেদাকে ধন্যবাদ দিলেন নৌপরিবহন মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, আগস্ট ১৫, ২০১৫
জন্মদিনের কেক না কাটায় খালেদাকে ধন্যবাদ দিলেন নৌপরিবহন মন্ত্রী নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান / ফাইল ফটো

মাদারীপুর: ১৫ আগস্ট, জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজের জন্মদিনে কেক না কাটায় ধন্যবাদ জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শনিবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতার ৪০তম শাহাদত বার্ষিকীতে মাদারীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ ধন্যবাদ জানান।



নৌপরিবহন মন্ত্রী বলেন, খালেদা জিয়ার এতোদিন পর সুমতি হয়েছে। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায় সাড়া দিয়ে ‘তথাকথিত’ জন্মদিনে কেক না কাটায় তাকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন আর খুনের রাজনীতি নেই। এদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রের দিন শেষ। এদেশের স্বাধীনতাকে নস্যাৎ না করে সঠিক গণতন্ত্রে ফিরে আসারও আহ্বান জানাই।

মন্ত্রী এসময় বঙ্গবন্ধুসহ নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সদস্য সদস্য রোকসান ইয়াসমিন ছুটি, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

পরে মন্ত্রী এক মিনিট নীরবতা পালন শেষে শোক র‌্যালিতে অংশ নেন। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।