ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

আ.লীগ থেকে বিএনপিতে আসা ৫ জনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৩, আগস্ট ১৩, ২০২৫
আ.লীগ থেকে বিএনপিতে আসা ৫ জনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে যোগ দেওয়া পাঁচজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পল্লবী থানা শ্রমিক দলের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেন।

অভিযুক্তরা হলেন- সেলিম সেনা (৩৭), মো. সজিব আহম্মেদ তাসকিন (৩৫), সজিব (৩৪), আতি বক্স (৪৪) ও রাজিব (৩৮)।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর অভিযোগ করেন শ্রমিক দল নেতা জাকির হোসেন।  

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ পতনের আগে দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পতনের পর তারা নিজেদের রাজনৈতিক পরিচয় পাল্টে বিএনপি নেতা দাবি করতে শুরু করেন।

জাকির হোসেন দাবি করেন, অভিযুক্তরা অতীতে তার ওপর একাধিকবার হামলা চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে এবং রাজনৈতিকভাবে নির্মূলের চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন, যার প্রমাণপত্র তিনি আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন।

বর্তমানে এই ব্যক্তিরা আবারও তার বিরুদ্ধে সক্রিয় হয়ে নানাভাবে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জাকিরের দাবি, তাদের উদ্দেশ্য হলো, তিনি যাতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে না পারেন।

আইনগত পদক্ষেপের অনুরোধ নিজ ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ডিএমপি কমিশনার ও আইজিপির কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের কার্যকলাপের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মো. জাকির হোসেন।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে বলেন, “অভিযোগ সংশ্লিষ্ট এলাকার থানার নজরে আনা হয়েছে। অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের জানানো হয় এবং ক্ষেত্র বিশেষে তাদের পরামর্শ দেওয়া হয়। ”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কেউ ফৌজদারী অপরাধের অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে নিয়মিত মামলা হয়। মামলার ক্ষেত্রেও অভিযুক্তদের পরামর্শ দেওয়া হয়। ”

এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।