ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

সিলেটে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, আগস্ট ১২, ২০১৫
সিলেটে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় আটক ১

সিলেট: সিলেট মদনমোহন কলেজের ছাত্রলীগ কর্মী আবদুল আলী (১৯) হত্যার ঘটনায় রুহুল কান্তি দে বাসু (২৪) নামে আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়।

তার বাড়ি সিলেটের হেতিমগঞ্জ গোলাপগঞ্জে। সে মদনমোহন কলেজের কারিগরি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত মোশাররফ হোসেন। তিনি জানান, আটক রুহুল কান্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।