ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

সিলেটে আ.লীগ নেতা শওকত আলীর সাক্ষ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, আগস্ট ১২, ২০১৫
সিলেটে আ.লীগ নেতা শওকত আলীর সাক্ষ্য

সিলেট: গ্রেনেড হামলায় বেঁচে যাওয়া আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শওকত আলীর সাক্ষ্যগ্রহণ করেছেন সিলেটের আদালত। নগরীর তালতলায় গুলশান সেন্টারে গ্রেনেড হামলার মামলায় এ সাক্ষ্য দেন তিনি।



বুধবার (১২ আগস্ট) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ ইফতেখার বিন আজিজ তার সাক্ষ্যগ্রহণ করেন। সিলেট আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

এ পর্যন্ত এই মামলায় সাবেক সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র বদর উদ্দিন কামরানসহ ১৮ জন সাক্ষ্য দিয়েছেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন-ইশতিয়াক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট জসিম উদ্দিন ও অ্যাডভোকেট মাসুক উদ্দিন।

২০০৪ সালের ৭ আগস্ট সন্ধ্যায় সিলেট নগরীর গুলশান সেন্টারে মহানগর আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা চালানো হয়। এতে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. ইব্রাহিম আলী নিহত হন। আহত হন প্রায় অর্ধশত নেতাকর্মী।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।