ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় ছাত্রলীগের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, আগস্ট ১২, ২০১৫
বগুড়ায় ছাত্রলীগের মানববন্ধন, স্মারকলিপি প্রদান ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্রলীগ।
 
বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।


 
জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
 
এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
পরে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।