ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

পাঁচবিবি জামায়াত নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, আগস্ট ১২, ২০১৫
পাঁচবিবি জামায়াত নেতা কারাগারে মোস্তাফিজুর রহমান

জয়পুরহাট: নাশকতা মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মোস্তাফিজুর রহমান উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।



বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া জামায়াত নেতা মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বাংলানিউজকে জানান, মোস্তাফিজুর রহমান নাশকতার মামলায় হাইকোট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে দুপুরে তিনি ওই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের জন্য আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।