ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

খুলনায় গোপন বৈঠকে অভিযান

শিবির সভাপতিসহ ১১৯ নেতা-কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, আগস্ট ৬, ২০১৫
শিবির সভাপতিসহ ১১৯ নেতা-কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিম মিরাজ হুসাইনসহ জামায়াত-শিবিরের ১১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর দেড়টায় সোনাডাঙ্গা থানা পুলিশ নগরীর সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ঘেরাও করে অভিযান চালিয়ে তাদের আটক করে।



সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, জামাত-শিবির কর্মীরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার একটি কক্ষে গোপন বৈঠক করছে, এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটকদের মধ্যে খুলনা মহানগর ছাত্র শিবির সভাপতি মিম মিরাজ হুসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং জামায়াত নেতা মাওলানা মুনিরুজ্জামানও রয়েছেন। থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদশে সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।