ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

জলঢাকা পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, আগস্ট ৫, ২০১৫
জলঢাকা পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নীলফামারী: দায়িত্ব পালনে অবহেলা ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে নীলফামারীর জলঢাকা পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এছাড়া বহিষ্কার করা হয়েছে পৌর কমিটির সভাপতি আহসান হাবিব সাহেদকে।



বুধবার (০৫ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
 
জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক জানান, দ্রুত সেখানে আহ্বায়ক কমিটি দেওয়া হবে।

সম্প্রতি জলঢাকা পৌর ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সাহেদ গাঁজা এবং চোরাই মালামালসহ পুলিশের হাতে আটক হন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।