ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

রাজনীতি

কওমী মাদরাসাবিরোধী অপপ্রচার বন্ধের আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, আগস্ট ৫, ২০১৫
কওমী মাদরাসাবিরোধী অপপ্রচার বন্ধের আহ্বান জমিয়তের

ঢাকা: কওমী মাদরাসাবিরোধী অপপ্রচার বন্ধের জন্য আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি শায়খ আব্দুল মোমিন, সিনিয়র সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী ও মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।



কয়েকটি পত্রিকায় কওমী মাদরাসাকে জড়িয়ে প্রকাশিত সিরিজ রিপোর্টকে ‘অসত্য’ দাবি করে তারা বলেন,‘দেশি-বিদেশি ইসলামবিদ্বেষী মহলের নীলনকশা বাস্তবায়নে মিডিয়াকর্মী পরিচয়ে অনেকেই কওমী মাদরাসা সম্পর্কে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ক্যাডারদের গুলিতে গর্ভবতী মা ও তার গর্ভের সন্তানও নিরাপদ নয়। তাদের সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। সেসব সমস্যা থেকে মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহের জন্যই তারা কওমী মাদরাসার বিরুদ্ধে কল্পিত ও মনগড়া রিপোর্ট করছেন। ’

জমিয়ত নেতারা বলেন, ‘পেশীশক্তি নির্ভর রাজনীনিতিবিদদের কারণে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো মিনি ক্যান্টনমেন্টে রূপ নিয়েছে। শিক্ষকদের দলাদলি ও কোন্দলের শিক্ষাঙ্গণ দূষিত হয়ে গেছে। বিপরীতে কওমী মাদরাসা এবং আলেম-ওলামাগণ বহু লাঞ্ছনা, গঞ্জনা ও অপপ্রচার সয়েও আদর্শ সমাজ এবং উভয় জগতে সফলতা লাভ করতে পারে এমন আলোকিত মানুষ গড়তে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালাচ্ছেন। ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র কিংবা ক্ষমতাসীনদের হুমকিধামকি আলেমদেরকে ওয়ারিসে নবীর দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। ‘

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।