ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, জুলাই ২৯, ২০১৫
বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় শেফা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।



বুধবার (২৯ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক আবদুল মান্নাসসহ দলীয় নেতাদের রোগমুক্তির জন্য দোয়ার বিষয়টি জানানো হয়।

এও জানানো হয়, দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা দেশব্যাপী সব মসজিদ এবং অন্য ধর্মীয় উপাসনালয়ে নেতাদের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

পাশাপাশি সারাদেশের সব দলীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে সুবিধা মতো দিন ও সময়ে বিএনপি নেতাদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে দোয়া মাহফিল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ