ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

জিয়ার ছোট ভাই আহমেদ কামাল হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, জুলাই ২৮, ২০১৫
জিয়ার ছোট ভাই আহমেদ কামাল হাসপাতালে ভর্তি ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায়ত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আপন ছোট ভাই আহমেদ কামাল গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি এখন করনারি কেয়ার ইউনিটে আছেন।
 
রাজনীতি বিমুখ নিভৃতচারী আহমেদ কামালকে দেখতে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জিহিদ হোসেন।
 
এদিকে, বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এদিন বিকেলে বাংলানিউজকে জানান, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে প্রফেসর ডা. লিয়াকত আলীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন আহমেদ কামাল।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।