ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

আবদুল কালামের মৃত্যুতে ন্যাপ’র শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জুলাই ২৮, ২০১৫
আবদুল কালামের মৃত্যুতে ন্যাপ’র শোক

ঢাকা: ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

মঙ্গলবার ( ২৮ জুলাই) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।



বিজ্ঞপ্তিতে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভ‍ূঁইয়া ভারতের ‘মিসাইল ম্যান’ খ্যাত এই বিজ্ঞানীর রুহের মাগফিরাত কামনা করেছেন।

এক শোক বার্তায় প্রয়াত আবদুল কালামের শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও  ভারতের জনগণের প্রতি সমবেদনাও জানান তারা।

সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় শিলংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এপিজে আবদুল কালাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ১৯৩১ সালের ১৫ অক্টোবর রামেশ্বরামে এক দরিদ্র পরিবারে জন্ম নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।