ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

বানারীপাড়ায় বিএনপি-শিবিরের ১১ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জুলাই ২৮, ২০১৫
বানারীপাড়ায় বিএনপি-শিবিরের ১১ নেতাকর্মী কারাগারে ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান চোকদারসহ বিএনপি, ছাত্রদল ও শিবিরের ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. আদিব আলী এ আদেশ দেন।



এরআগে ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তারা। পরে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

অন্যান্য আসামিরা হলেন, বানারীপাড়া থানা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ ফকির, ছাত্রদল নেতা কামরুল ইসলাম, ইলিয়াস কবির, সাগর মাঝি, আজমুল হোসেন, শিবির নেতা আতিকুল ইসলাম, আল-আমিন ও ইয়ার হোসেন।

২০ দলের হরতাল-অবরোধকালে বানারীপাড়ায় একটি সমবায় অফিসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।