ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

নাশকতা মামলায় দিনাজপুর মহিলা দলের নেত্রী সুমি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৯, জুলাই ২৮, ২০১৫
নাশকতা মামলায় দিনাজপুর মহিলা দলের নেত্রী সুমি গ্রেফতার

দিনাজপুর: নাশকতা মামলায় দিনাজপুর মহিলা দল শহর শাখার আহ্বায়ক কমিটির অন্যতম নেত্রী সুমি আক্তারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

 মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে শহরের শেরশাহ বটতলী মোড় এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে সুমিকে গ্রেফতার করা হয়।



দিনাজপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, তার নামে নাশকতার মামলায় থাকায় দীর্ঘদিন থেকে সুমি আক্তার পলাতক ছিলেন।   সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।