ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

মাগুরায় ৫ শ্রমিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জুলাই ১৯, ২০১৫
মাগুরায় ৫ শ্রমিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার ছবি : প্রতীকি

মাগুরা: মাগুরার মঘির ঢালে ২১ মার্চ পেট্রোলবোমা হামলা চালিয়ে ৫ শ্রমিক হত্যা মামলার অন্যতম পালাতক আসামি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে মাগুরা সদরের ইছাখাদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



মিজানুর রহমান জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য।

তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল সদরের ইছাখাদা এলাকা থেকে অ্যাডভোকটে মিজানুর রহমানকে গ্রেফতার করে।

তিনি ২১ মার্চ সন্ধ্যায় বিএনপির ডাকা অবরোধের সময় সদরের মঘির ঢালে পেট্রোলবোমা হামলা করে ৫শ্রমিক হত্যা মামলার এজাহারভূক্ত পালাতক আসামি। ওই ঘটনায় মোট ৯ জন অগ্নিদগ্ধ হন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান ৫জন। বাকিরা আহত অবস্থায় পঙ্গুত্ব রবণ করে মনবেতর জীবন যাপন করছেন।

এ ঘটনায় জেলা বিএনপির একাধিক নেতাকর্মীসহ মোট ২৬জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।