ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

জাতীর পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, জুলাই ১৭, ২০১৫
জাতীর পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফের দাফন সম্পন্ন ফকির আশরাফ (ফাইল ফটো)

নেত্রকোনা: নেত্রকোনা বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ কাহনিয়ায় জাতীয় পার্টির প্রেসিডয়াম সদস্য ফকির আশরাফের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বাদ আসর জানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



এর আগে এলাকার হাজারো মুসল্লিসহ জানাজায় অংশগ্রহণ করেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী খান, জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, বারহাট্টা উপজেলা সাবেক চেয়ারম্যান খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান মানিক আজাদ প্রমুখ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাতে রাজধানী ঢাকার উত্তরা লুবানা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫)।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।