ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

মোহনপুর আ’লীগের ইফতারে দু’পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, জুলাই ১৬, ২০১৫
মোহনপুর আ’লীগের ইফতারে  দু’পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ইফতার মাহফিলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় দুই পক্ষের তিন জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন (৩২) তার ভাই জসিম উদ্দিন (২৮) ও ধুরইল পাঠানপাড়ার সোহেল রানা (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) ধুরইল ইসলামীয়া বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি কফিল উদ্দিন ইফতার মাহফিলের আয়োজন করেন।

এ খবর পেয়ে বর্তমান সভাপতি আলাউদ্দিন তার লোকজন নিয়ে ইফতারে বাধা সৃষ্টি করলে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

রাজশাহীর মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হামিদ বলেন, সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
এসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।