ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বি. চৌধুরীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, জুলাই ১৬, ২০১৫
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বি. চৌধুরীর

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।
 
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।


 
ব্যক্তিগত প্রেসসচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বার্তায় বি. চৌধুরী বলেন, ঈদুল ফিতর হচ্ছে বাংলাদেশের গণমানুষের আনন্দের দিন। এই আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিতে চাই। জনগণের সুখ, দুঃখ আমাদেরও সুখ দুঃখ।
 
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, এই ঈদে আমাদের প্রতিজ্ঞা হোক, সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসবো।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।