ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা খালেদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, জুলাই ১৬, ২০১৫
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা খালেদার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রেরিত বাণীতে খালেদা জিয়া বলেন,‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদ মুবারক। ’

তিনি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই ধর্মীয় উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। ‘

দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত ওই বাণীতে ঈদুল ফিতর উপলক্ষে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মোনাজাত করেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।