ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

শিশু রাজন হত্যাকাণ্ডের বিচার চায় বিএনপি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, জুলাই ১৫, ২০১৫
শিশু রাজন হত্যাকাণ্ডের বিচার চায় বিএনপি

ঢাকা: সিলেটে নির্মম নির্যাতনে নিহত শিশু শেখ মো. সামিউল আলম রাজন হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

একই সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে পুলিশের অসদাচরণ ও আসামিদের বিদেশে পালিয়ে যেতে সহযোগিতার জন্য জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।



বুধবার (১৫ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিব‍ৃতিতে ড. আসাদুজ্জামান রিপন বলেন, ১৩ বছরের শিশু রাজন হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। এই নিষ্ঠুর-বর্বরোচিত ঘটনার নিন্দা-প্রতিবাদের ভাষা পর্যন্ত নেই।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।