ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

ছাত্রদল নেতা রুবেলকে অপহরণে উদ্বেগ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, জুলাই ১৫, ২০১৫
ছাত্রদল নেতা রুবেলকে অপহরণে উদ্বেগ

ঢাকা: নওগাঁর সাপাহার উপজেলার ছাত্রদলের প্রচার সম্পাদক রবিউল ইসলাম রুবেলকে অপহরণ করা হয়েছে এমন দাবি করে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৫ জুলাই) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।



তারা বলেন, এ সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে যাকে বাধা মনে করছে তাকেই পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা ক্ষমতা টিকিয়ে রাখার মানদণ্ড হিসেবে গুম, অপহরণ আর হত্যাকেই বেছে নিয়েছে।

বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, এভাবে সরকার বেশি দিন থাকতে পারবে না। এদেশের ছাত্র-জনতা অবশ্যই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য রাজিব আহসান ও মো. আকরামুল হাসানের।

নেতারা অবিলম্বে অপহরণ করা ছাত্রনেতাকে সুস্থ শরীরে ফেরত দেওয়ার দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাপাহার থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রবিউল ইসলাম রুবেলকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে আসছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাত্রদল।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।