ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

আওয়ামী লীগ সরকারের দিন শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, জুলাই ১৪, ২০১৫
আওয়ামী লীগ সরকারের দিন শেষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ

ঢাকা: সরকারের মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ সরকারের দিন শেষ। এভাবে মন্ত্রী বদলানোর মানে বুঝতে হবে যে, সরকারের দিন শেষ।



মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের ব্যয় বৃদ্ধি করতে যাদের মন্ত্রী বানানো হচ্ছে, তারা সবাই পুরোনো। তাদের অতীত রেকর্ড ভালো নয়।

এ সময় বিএনপিসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি দাবিও জানান হান্নান শাহ।

আলোচনা সভায় জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দীন আহমদ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আরইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।