ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপি নেতা মনা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, জুলাই ১৪, ২০১৫
বিএনপি নেতা মনা কারাগারে

খুলনা: খুলনায় বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তিনি খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।

মনা খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

এর আগে, গাড়ি পোড়ানোসহ নাশকতা সৃষ্টির চারটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জেলা বিএনপি নেতা কামরুজ্জামান টুকু বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, রূপসা থানার দু’টি এবং ফুলতলা ও তেরখাদা থানার মোট চারটি মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পান। মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণের কথা ছিল তার। সে অনুযায়ী মনা খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. মঞ্জুরুল হোসেন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তারা খুলনা জেলা জজ আদালতে আবারও জামিন আবেদন করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।