ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে ছাত্রলীগের মতবিনিময় সভা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জুলাই ১৩, ২০১৫
কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে ছাত্রলীগের মতবিনিময় সভা ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।



কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মুক্ত আলোচনার মাধ্যমে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান জীবন, শারমিন সুলতানা লিলি, হাসানুজ্জামান তারেক, সমাজসেবা সম্পাদক কাজী এনায়েত হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।