ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

রাজন হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, জুলাই ১৩, ২০১৫
রাজন হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা: সিলেট নগরীর কুমারগাঁওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পৈশাচিক নির্যাতন ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৩ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে তিনি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি রাজনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি নিহত শিশু রাজনের রূহের মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।