ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

এটি দাবি-দাওয়া আদায়ের বছর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, জুলাই ১২, ২০১৫
এটি দাবি-দাওয়া আদায়ের বছর খন্দকার মোশাররফ হোসেন / ফাইল ফটো

ঢাকা: এ বছর দাবি-দাওয়া আদায়ের বছর বলে মন্তব্য করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

প্রকৌশলদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন।

তাই এখন আপনাদের দাবি-দাওয়া আদায়ের সময়। এই সময় ভেদাভেদ ভুলে একাট্টা হয়ে কাজ করলে, কোনো শক্তিই বিজয় ছিনিয়ে নিতে পারবে না।
 
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ আয়োজিত সংবর্ধনা,  ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
 
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য প্রকৌশলদের নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের পুরো প্যানেলের বিজয় দেখতে চাই। এখানে দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ কাজ করবেন না, সবাই একাট্টা হয়ে কাজ করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিন, আমি আপনাদের দাবি দাওয়া আদায়ে কাজ করবো।
 
প্রকৌশলদের এ নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি, নির্বাচনে দল থেকে সে প্রার্থীদের সমর্থন দেওয়া হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের জন্য কাজ করতে হবে।
 
প্রসঙ্গত, আগামী ৩ সেপ্টেম্বর প্রকৌশলদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ প্যানেল পরিচিতি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
 
প্যানেল পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক সভাপতি সংসদ সদস্য ফজলুল হক, সহ-সভাপতি কবির আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক নুরউজ্জামান, প্রকৌশল আব্দুর সবুর প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।