ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

অস্ত্রসহ নড়াইল শিবির সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, জুলাই ১২, ২০১৫
অস্ত্রসহ নড়াইল শিবির সভাপতি গ্রেফতার

নড়াইল: নড়াইল জেলা ছাত্র শিবিরের সভাপতি খান মোহাম্মদ সুবহানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার কালনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিবির নেতা সুবহানের বাড়ি ওই উপজেলার মাকড়াইল গ্রামে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সুবহানের বিরুদ্ধে ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে বিভিন্ন সময় নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।