ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

আ’লীগ সমর্থকদের মাথাপিছু আয় বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, জুলাই ১১, ২০১৫
আ’লীগ সমর্থকদের মাথাপিছু আয় বেড়েছে ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাধারণ জনগণের নয়, আওয়ামী সমর্থকদের মাথাপিছু আয় বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘জাতীয়তাবাদী দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলন’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।



এ সময় প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা প্রতিনিয়ত অসত্য বলছেন। তিনি বলছেন- ‘মানুষের মাথাপিছু আয় বেড়েছে’। সত্যিকার অর্থেই যদি মানুষের মাথাপিছু আয় বাড়তো তাহলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ জাকাত নিতে যেতো না।

ময়মনসিংহের ঘটনাটি সারাদেশেরই চিত্র বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, কৃষকদলের নেতা শাহজাহান মিয়া সম্রাটসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।