ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, জুলাই ১০, ২০১৫
ময়মনসিংহে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক

ঢাকা: ময়মনসিংহের নূরানী জর্দা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২৫ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর কোথাও না ঘটে, সেজন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবার-পরিজনসহ আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নিহতদের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।