ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ৩ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৬, জুলাই ৯, ২০১৫
ময়মনসিংহে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ৩ মামলা

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মোটরসাইকেল পোড়ানোসহ হামলা-ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের পক্ষের ৫ জনের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করা হয়েছে।



বুধবার (০৮ জুলাই) রাতে কোতোয়ালি মডেল থানায় পৃথক এ ৩টি মামলা দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।

এ সময় শহরের কেওয়াটখালী এলাকায় পতি জসিম উদ্দিনের বাসায় হামলার পর অস্ত্রসহ আটক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে একমাত্র আসামি করে অস্ত্র আইনে সংশ্লিষ্ট মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আহমেদ বাদী হয়ে বুধবার রাতে একটি মামলা দায়ের করেন।

একই এলাকায় ভাঙচুরের ঘটনায় অপর আরেকটি মামলা দায়ের করেন জেলা তাঁতীলীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সভাপতির ভগ্নিপতি মাহমুদুর রহমান। এ মামলায় বাকৃবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।  

এছাড়া বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল পোড়ানোসহ হামলা-ভাঙচুরের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। এ মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের পক্ষের ৫ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, দু’পক্ষের এ সংঘর্ষের ঘটনায় বাপ্পী ও অলি নামে ২ জন আটক করা হয়েছে। এছাড়া বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুলকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।