ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

‘ইফতারিতে মিথ্যাচার করছেন খালেদা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, জুলাই ৮, ২০১৫
‘ইফতারিতে মিথ্যাচার করছেন খালেদা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন থেকে: ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া রোজার মাসে মিথ্যাচার করছেন। ইফতার পার্টিতে তিনি (খালেদা জিয়া) বলছেন-পেট্রোল বোমা নাকি পুলিশ মেরেছে! পবিত্র রমজান মাসে তিনি এতো মিথ্যাচার করেন কীভাবে?’

বুধবার (০৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্দেশ্য এসব কথা বলেন।



তিনি বলেন, দেশবাসী জানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট ৯৩দিন ইস্যুবিহীন আন্দোলন করেছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তারা।

পত্রিকায় প্রকাশিত পেট্রোল বোমায় হতাহতদের ছবি তুলে ধরে শেখ হাসিনা বলেন, আন্দোলনের সময় পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা মারছে এরা কারা? এরা বিএনপি কর্মী! তারপরও কী করে তিনি (খালেদা জিয়া) বলেন, পুলিশ বোমা মারছে।
 
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী নিজের দোষ অন্যের ঘাড়ে  চাপাতে চাইছেন। নিজের অপরাধ অন্যদের ওপর চাপাতেই পুলিশকে দায়ী করছেন তিনি।

‘ইফতার মাহফিলে গিয়ে তিনি (খালেদা জিয়া) কীভাবে মিথ্যাচার করেন?,’ বলেন শেখ হাসিনা।   

তিনি বলেন, বিএনপি নেত্রী এতিমের টাকা মেরে খেয়েছেন। তিনি আদালতে যাবেন না। আদালতে গেলে তো ধরা খেয়ে যাবেন!

‘অবশেষে ৯৩ দিন আন্দোলন করে ব্যর্থ হয়ে আদলতে আত্ম সমপর্ন করেছেন তিনি (খালেদা জিয়া)। এখন আবার মিথ্যাচারও শুরু করছেন। তার বিচার আল্লাহ করবে,’ যোগ করেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।