ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

নাশকতার ৭ মামলায় জামিন পেলেন দুদু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, জুলাই ৭, ২০১৫
নাশকতার ৭ মামলায় জামিন পেলেন দুদু শামসুজ্জামান দুদু

ঢাকা: বিএনপি-জামায়াতের সরকার বিরোধী হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় দায়ের হওয়া ৭ মামলায় জামিন পেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (০৭ জুলাই) বিচারপতি কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।



দুদুর জামিনে মুক্তি পেতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তার আইনজীবী।  

আদালতে শামসুজ্জামান দুদুর পক্ষে জামিনের জন্য আবেদন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

বিএনপি-জামায়াতের সরকার বিরোধী হরতাল-অবরোধে নাশকতার দায়ে দুদুর বিরুদ্ধে পল্টন থানায় ৬টি ও মিরপুর মডেল থানার ১টি মামলাসহ মোট ৭টি মামলা দায়ের করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
ইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।