ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

তানোর উপজেলা ও পৌর যুবদল সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, জুলাই ৭, ২০১৫
তানোর উপজেলা ও পৌর যুবদল সভাপতি গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর তানোরে নাশকতার মামলায় তানোর উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান ও পৌর যুবদলের সভাপতি আবদুল মান্নানকে গ্রেফতার করেছে ডিবি (জেলা গোয়েন্দা) পুলিশ।

সোমবার (০৬ জুলাই) রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার শেষে ফিরে যাওয়ার পথে তাদের আটক করা হয়।



বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেম জানান, চলতি বছরের ১৯ জানুয়ারি তানোর হলের মোড়ে বাসে পেট্রোল বোমা ছুড়ে মারলে একজন শিশুসহ ১০ জন আহত হয়। এ ঘটনায়  তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ওই মামলায় প্রধান আসামি ছিলেন তানোর উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান ও তৃতীয় নম্বর আসামি ছিলেন তানোর পৌরসভা যুবদলের সভাপতি আব্দুল মান্নান।

ডিবি পুলিশ আটকের পর তাদের থানায় সোপর্দ করেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।