ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

কারাবন্দি কর্মীদের সুবিচার চাইলেন নোমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, জুলাই ৬, ২০১৫
কারাবন্দি কর্মীদের সুবিচার চাইলেন নোমান ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রধান বিচারপতির কাছে তাদের সুবিচার প্রার্থনা করেছেন।
 
সোমবার (০৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জেড ফোর্স জাতীয় নির্বাহী কমিটি আয়োজিত ইফতার, দোয়া মহফিল ও আলোচনা সভায় তিনি এই সুবিচার প্রার্থনা করেন।


 
প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, প্রধান বিচারপতি বলেছেন অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগের সমলোচনা করা যাবে। এটি সুন্দর কথা। আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন। আমাদের মহাসচিবও কারাগারে। অনেকে নিখোঁজ হয়ে গিয়েছেন। আমরা এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুবিচার প্রত্যাশা করছি।
 
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। আমরা জয়ের কাছে ছিলাম। জয়ের মুখ থেকে ফিরে এসেছি। তবে আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে আমি তা বলবো না।
 
গণতন্ত্র মানে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই সরকার জোর করে ক্ষমতায় টিকে রয়েছে। তাদের দেড় শতাধিক সংসদ সদস্য ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। মনে রাখতে হবে অতীতের কোনো সরকার পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না। আমরা গণতন্ত্র উদ্ধার করতে পারবোই, বলেন আবদুল্লাহ আল নোমান।

জেড ফোর্স জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ তথ্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কমিটির সহ-সম্পাদক খালেদ আলম মুন্না, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।