ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

চার মামলায় রিজভীর জামিন স্থগিত চায় রাষ্ট্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, জুলাই ৬, ২০১৫
চার মামলায় রিজভীর জামিন স্থগিত চায় রাষ্ট্র রুহুল কবির রিজভী আহমেদ (ফাইল ফটো)

ঢাকা: নাশকতার চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (০৬ জুলাই) এ আবেদনটির শুননির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিযেছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (০৯ জুলাই) আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। রিজভীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

২ জুলাই রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় রিজভীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন।

মহাজোট সরকারের আমলে দায়ের করা মোট ১৭টি মামলার মধ্যে নয়টিতে জামিন পান বিএনপির এ নেতা। চলতি বছরের ৩১ জানুয়ারি গ্রেফতার হওয়ার পর থেকে রিজভী কারাবন্দি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।