ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

মাগুরা উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, জুলাই ৬, ২০১৫
মাগুরা উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (০৬ জুলাই) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদকে একক প্রার্থী ঘোষণা করা হয়।



সংবাদ সম্মেলন মাধ্যমে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. রোকনুজ্জামান এ প্রার্থীতা ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. ময়েনউদ্দিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শেলী, আইন সম্পাদক অ্যাড. কাজী মিনহাজ উদ্দিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান শামীম প্রমুখ।

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে এ পদটি শুন্য হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।