ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

ফেনী জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, জুলাই ৫, ২০১৫
ফেনী জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী জেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পুলিশ সুপার রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার, আওয়ালীগের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ, জাতিসহ ফেনীবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান।
এ সময় জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও জেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।