ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি ও উপ কমিটি ঘোষণা

নূরনবী সিদ্দিক সুইন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, জুলাই ৪, ২০১৫
ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি ও উপ কমিটি ঘোষণা

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি ও বিভিন্ন উপ কমিটির (সাব কমিটি) নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার(৪ জুলাই’২০১৫) ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এসব কমিটি অনুমোদন করেন।



সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে বর্তমান সহ সভাপতি জয়দেব নন্দীকে। এছাড়া যুগ্ম আহবায়ক করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন নবেন্দু সাহা নব, কাজী এনায়েত, আশিকুল ইসলাম রনো, নূরে আলম, মারুফ বিল্লাহ, প্রলয় ঘোষ।

এছাড়া বর্তমান সহ সভাপতি আব্দুল কাদের মহিউদ্দীন মাহীকে আহবায়ক করে অর্ভ্যথনা উপ কমিটি, সহ সভাপতি মোর্শেদুল আলম চৌধুরীকে মঞ্চ উপ কমিটি, সহ সভাপতি জিয়াউল হক জিয়াকে আহবায়ক করে শৃঙ্খলা উপ কমিটি, সহ সভাপতি রেজাউল হাফিজ রেশিমকে আহবায়ক করে প্রচার প্রকাশনা উপ কমিটি, সহ সভাপতি রিয়াজ উদ্দীন রিয়াজকে আহবায়ক করে খাদ্য উপ কমিটি, নাজমুল হুদা ওয়ারেসী চঞ্চলকে আহবায়ককে যোগাযোগ উপ কমিটি, সাংগঠনিক সম্পাদক এসএম তরিকুল ইসলামকে আহবায়ক করে স্বাস্থ্য উপ কমিটি, সহ সভাপতি শাহীন আহমেদকে আহবায়ক করে গঠনতন্ত্র সংশোধন উপ কমিটি গঠন করা হয়েছে।

একইভাবে  সহ সভাপতি সুমন কুণ্ডকে প্রধান নির্বাচন কমিশনার,  যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও দপ্তর সম্পাদক শেখ রাসেলকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন উপ কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট উপ কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদেরকে পুর্নাঙ্গ উপ কমিটি করে ৬ জুলাইয়ের মধ্যে ওই তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্যও বলা হয়েছে।

ঈদুল ফিতরের পর আগামী ২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
গত শুক্রবার ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন।

২/১ দিনের মধ্যেই উদ্যানে সম্মেলনের মঞ্চপ্রস্ততসহ বিভিন্ন কার্যক্রম শুরু হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।