ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, জুলাই ৪, ২০১৫
খালেদা কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, মানুষকে পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়া আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

শনিবার (০৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের চা শ্রমিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে। এজন্য বিগত সংসদ নির্বাচনে সব ধরনের ভয়ভীতি উপক্ষো করে জনগণ আওয়ামী লীগকে সরকার বানিয়েছে।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি দুইশ টাকা একনেকে অনুমোদন করেছে। প্রতিটি চা বাগানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ২৫০ জন চা শ্রমিক পরিবারে ৪ কেজি করে চাল, ১৫ কেজি  আটা, ১৫ কেজি আলু, ৬ কেজি ডাল, ৬ লিটার সয়াবিন তেল, ৬টি সাবান, ১টি শাড়ী ও ১টি করে লুঙ্গি দেওয়া হয়।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অরবিন্দু সেন গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষন পাল, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, চা শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।