ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

দেশ এগিয়ে যাচ্ছে, দরিদ্রতার হার কমছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, জুলাই ৪, ২০১৫
দেশ এগিয়ে যাচ্ছে, দরিদ্রতার হার কমছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দরিদ্রতার হার কমছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। মাদক সেবনকারী ও সরবরাহকারি উভয়কে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি এ বিষয়ে কঠোর হওয়ার জন্য পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।