ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জুলাই ৩, ২০১৫
লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ থেকে: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 
শুক্রবার (০৩ জুলাই) জুমার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে জেলা ইসলামী ইন্দোলনের সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


 
মিছিল শেষে শিমরাইল ট্রাক টার্মিনালের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম বাদল, মুফতি মো. মাসুম বিল্লাহ, মো. নেকতম আলী দেওয়ান ও মোতাহার হোসেন প্রমুখ।
 
বক্তারা বলেন, এ সরকার নাস্তিকের সরকার, তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে অবিলম্বে স্ব-ঘোষিত মুরতাদ লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে নারায়ণগঞ্জকে অচল করে দেওয়া হবে। সারা নারায়ণগঞ্জে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন তারা।
 
বক্তারা আরও বলেন, এদেশে বঙ্গবন্ধুকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অবমাননা করলে বিচার হয়, জেল হয়। আর প্রিয় নবী মোহাম্মদ (সা.) কে অবমাননা করলে তার বিচার হয় না।
 
অবিলম্বে নাস্তিকদের ফাঁসির আইন করে লতিফ সিদ্দিকীকে ফাঁসি দিতে হবে। আর লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে আগামি শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর আবারও শিমরাইল মোম ট্রাকটার্মিনালে প্রতিবাদ সমাবেশে করা হবে বলে ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।