ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপিতে একজন ‘মুস্তাফিজ’ দরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, জুলাই ৩, ২০১৫
বিএনপিতে একজন ‘মুস্তাফিজ’ দরকার শফিউল আলম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের দুরন্ত পেসার মুস্তাফিজুর রহমানের মতো একজন তরুণ তুর্কি বিএনপির রাজনীতিতেও দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

শুক্রবার (৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



‘রাজনৈতিক সংকট নিরসনে সব দলের অংশগ্রহনে জাতীয় নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ঢাকা মহানগর উত্তর শাখা।

প্রধান বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান যেমন পরাক্রমশালী ভারতকে একাই গুড়িয়ে দিয়েছেন, বিএনপির রাজনীতিতেও এমন এক মুস্তাফিজের উদয় হবে, যিনি এ সরকারকে টেনে নামাবেন।

শফিউল আলম প্রধান বলেন, যে সরকার নিজেই গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত নয় তাদের কাছে গণতন্ত্র প্রত্যাশা করা আর বন্ধ্যা মহিলার কাছে সন্তান প্রত্যাশা করা একই কথা। তাই আশা করে লাভ নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটাতে হবে।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অ্যাডভোকেট কানন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫ ‍
এসএ/ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।