ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে খেলাফতের বিক্ষোভ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, জুলাই ২, ২০১৫
লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে খেলাফতের বিক্ষোভ শুক্রবার

ঢাকা: পবিত্র হজ নিয়ে কটুক্তি করায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর।

শুক্রবার (০৩ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল করা হবে।


 
বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেছেন দলটির ঢাকা মহানগর শাখার সভাপতি শেখ গোলাম আসগর ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক।
 
বিবৃতিতে নেতারা দলমত নির্বিশেষে সবাইকে বিক্ষোভ মিছিলে যোগদানের আহ্বান জানিয়েছেন।
 
বাংলাদেশ সময় : ২১৫১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এলকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।